Bengal Breaking News
দিনকাল

গোমাংস স্যুপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্টের অপরাধে তামিলানাড়ুতে যুবককে নৃশংস মারধর

  •  
  •  
  •  
  •  

বিবি নিউজ ওয়েবডেস্কঃ বিফ স্যুপ খাওয়ার সময় তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নির্দয়ভাবে বেধড়ক মারা হলো এক যুবককে। তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার ঘটনা।

তামিলনাড়ুর নাগাপট্টিনামের বোরাভেচারি গ্রামের বাসিন্দা মহম্মদ ফায়জান নামের এক যুবক গত ৯ই জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিফ স্যুপের একটি ছবি পোস্ট করেছিলেন। এই ছবি দেখামাত্রই হিন্দু মাক্কাল কাটচি গ্রুপের কয়েকজন সদস্য মহম্মদের বাড়িতে চড়াও হয়ে লাঠি, রড দিয়ে তাঁকে নির্মমভাবে প্রহার করে। গুরুতর আহত অবস্থায় নাগাপট্টিনাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর বাড়িতেও ভাঙচুর চালায় উক্ত হিন্দু দলের সদস্যরা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গণেশ কুমার, দীনেশ কুমার, মোহন কুমার, আগাস্থিয়ান নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজনের বিরুদ্ধেই ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

Optimized with PageSpeed Ninja