Bengal Breaking News
জেলা

বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতে ধুলিয়ানে জনসংযো যাত্রা ও ২১ জুলাই প্রস্ততিতে তৃণমূল কংগ্রেস

  •  
  •  
  •  
  •  

মাসুম আনসারী,বিবি নিউজ, ধুলিয়ান ; মুর্শিদাবাদ জেলা সামশেরগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস উদ্যোগে বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম উপস্থিতিতে জনসংযোগ যাএ ও ২১শে জুলাই প্রস্তুতি নিলো তৃণমূল কংগ্রেস। সাম্প্রদায়িক বিজেপির অত্যাচারে বিরুদ্ধে এবং গণতান্ত্রিক পরিবেশের শান্তি অক্ষুন্ন রাখতে জনসংযোগ যাত্রা হয়। এদিন রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে নানা প্রসঙ্গ তুলে বিধায়ক বলেন, বিজেপি গণতন্ত্র হত্যা করছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করে দেশ শান্তি ও সম্প্রীতি ফেরাতে ও ২১ শে জুলাই শহীদ দিবস উদযাপন সাফল্য করতে সামশের গঞ্জ ব্লক জুড়ে আমাদের এই কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধানসভার বিধায়ক আমরুল ইসলাম মহাশয় ছাড়াও পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী সুবল সাহা মহাশয় আর বিশিষ্ট কাউন্সিলরগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized with PageSpeed Ninja