Bengal Breaking News
দিনকাল

অমানবিক! সিংহ শিকারের পর তার সামনেই বিজয়োল্লাসে চুম্বনে মগ্ন যুগল..নিন্দার ঝড়

  •  
  •  
  •  
  •  

বিবি নিউজ ওয়েবডেস্কঃ মানসিক বিকৃতি? নাকি, বিখ্যাত হওয়ার নেশা?— কী বলবেন এই ছবি (shocking photograph) দেখে? আপনি মুখ খোলার আগেই যদিও মুখ খুলেছে নেট পাড়া। নেটিজেনরা শিহরিত ছবি দেখে। তারপরেই ধিক্কারে মুখর। এক যুগল সিংহবিক্রমে সিংহ শিকারের পর সেই মৃতদেহের সামনেই চুম্বনরত (couple kissing) ! দম্পতির নাম ডারেন আর ক্যারোলিন কার্টার (Darren and Carolyn Carter)। কানাডার এই বাসিন্দা যুগল আদতে ট্রফি হান্টার। সম্প্রতি, সাউথ আফ্রিকার লেগেলেলা সাফারি ট্যুরে ( Legelela Safaris tour) এসে এমন অমানবিক কাণ্ড ঘটিয়েছেন। সেই ছবি শেয়ার করতেই ভাইরাল তা।

এই ছবি প্রথমে শেয়ার করেছিল লেগেলেলা সাফারি। তাদের সোশ্যাল পেজে। অমানবিক ছবি ভাইরাল হতেই ছি-ছি করে ওঠেন সবাই। সঙ্গে সঙ্গে পেজ থেকে ছবি মুছে দেয় সংস্থা।

“ফুটন্ত কালাহান্ডির জ্বলন্ত সূর্যের নীচে দাঁড়িয়ে দৈত্যাকার সিংহকে মেরে দারুণ কাজ করেছেন যুগল” ছবির সঙ্গে এই মন্তব্য করা ছিল ক্যাপশনে।

ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায় সোস্যাল দুনিয়ায়। সবাই ধিক্কার জানানোর পাশাপাশি ট্রফি হান্টিং বন্ধ করে দেওয়ারও কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Optimized with PageSpeed Ninja