Bengal Breaking News
বিদেশ

ইহুদীবাদী ইসরাইলি বর্বরতা: ৬ বছরের ফিলিস্তিনি শিশুকে চাকায় পিষে হত্যা

  •  
  •  
  •  
  •  

বিবি নিউজ ডিজিটাল ডেস্কঃ ইহুদিবাদী, অবৈধ ইসরাইলের পশ্চিমতীরে গাড়ির চাকায় পিষে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে এক ইহুদিবাদী। ঘটনার সময় ছয় বছর বয়সী ছোট্ট শিশু তারেক তার সাইকেল চালাচ্ছিল।

নিউজ পোর্টাল ‘কুদসনেট’ জানিয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে ছয় বছরের ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দেওয়া হয়।

তারকুমিয়া শহরটি ইহুদিবাদীদের উপশহর আদুরা’র পাশেই অবস্থিত। গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এ ধরণের বহু ঘটনা ঘটিয়েছে ইহুদিবাদীরা।

গত এপ্রিলেও একজন ইহুদিবাদী বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে লড়ির চাকায় পিষে হত্যা করে এক ইহুদিবাদী। উগ্র ইহুদিবাদী নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!