নিজস্ব সংবাদদাতা, বিবি নিউজ,নিউটাউনঃ ধর্মের নামে সংখ্যালঘু মুসলিম যুবকদের হত্যা ও মাদ্রাসা শিক্ষাকে সন্ত্রাসী শিক্ষা তকমা দেওয়ার প্রতিবাদে আজ আলিয়া মাদ্রাসার নিউটাউন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের প্রতিবাদ ও ধিক্কার মিছিল হয়৷
এদিন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সভাপতি সাজিদুর রহমান সংখ্যালঘু মুসলিম হত্যা ও মাদ্রাসা শিক্ষাকে সন্ত্রাসী শিক্ষা বলার চরম ধিক্কার জানান। প্রসঙ্গত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনৈতিকভাবে বাংলার ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষাকে সন্ত্রাসের সাথে যোগ করে দিয়েছেন I কোন মাদ্রাসার সঙ্গে সন্ত্রাসীদের যোগ থাকতে পারে না I কোনো সন্ত্রাসবাদী ধার্মিক হতে পারে না, সন্ত্রাসীর ধর্ম হলো সন্ত্রাস করা বলেও সাজিদুর রহমান মন্তব্য করেছেন।
দেশে যে ভয়ংকর পরিস্থিতি তৈরী হয়েছে ,আজ রাম এর শ্লোগানের দোহাই দিয়ে হাজারো মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে ,তাবরেজ আনসারী থেকে শুরু করে রোহিত ভেমুলা, আফরাজুল , জুনায়েদ, পেহলু আসিফা আর কত হত্যা করবে ,অবিলম্বে বিজেপির এই ধর্মের নামে নোংরা রাজনীতি বন্ধ করা দরকার। তিনি ধিক্কার জানান এই ধরণের রাজনীতিকে ঈ
অনেক মন্দিরের পুরোহিত ধর্ষণের সাথে যুক্ত তবুও আমরা কখনো বলিনি মন্দির ধর্ষণের স্থান !
কিন্তু হাজারো নজর বন্দির মধ্যে থাকা মাদ্রাসা গুলোর উপরে এমন তকমা লাগানো মেনে নেওয়া যায় না I